Sunday, October 13, 2024
দেশ

কেন্দ্রের ‘এক দেশ এক নির্বাচন’ নীতি রূপায়ণ কমিটিতে অধীর চৌধুরী, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ‘এক দেশ-এক নির্বাচন (One Nation One Election) নিয়ে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একটি প্যানেল তৈরি করেছে বিজেপি সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্যানেলের প্রধান। জানা গেছে, এই প্যানেলে রয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এরপরেই জল্পনা ছড়িয়েছে তাহলে কি অধীরবাবু দলবদল করতে চলেছেন?

‘এক দেশ এক নির্বাচন’ নীতি রূপায়ণ কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ, সুভাষ কাশ্যপ, আইনজীবী হরিশ সালভে, এন কে সিং এবং সঞ্জয় কোঠারী।

কমিটিতে একমাত্র অধীর চৌধুরীই কংগ্রেসের। বাকিরা সবাই কট্টর কংগ্রেস এবং গান্ধী পরিবারের বিরোধী। যার ফলে অধীর চৌধুরীর দলবদল নিয়ে জল্পনা ছড়ানোটাই স্বাভাবিক। 

এদিকে, কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ এক নির্বাচন’ নীতিকে সরাসরি সমর্থন জানিয়েছে নীতি আয়োগ। এটি কার্যকর করা হলে গোটা দেশে একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।