‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে কি বললেন রাহুল গান্ধী?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রের মোদী সরকার এবার ‘এক দেশ দেশ নির্বাচন’ নিয়ে তোড়জোড় শুরু করেছে। শ্রীঘ্রই তারা বিলটি সংসদে পাস করবে বলে খবর। লোকসভা ভোটের আগে যা এক নতুন মাত্রা যোগ করেছে দেশের রাজনীতিতে। এই পরিস্থিতিতে এ বিষয়ে মুখ খুললেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী টুইটে লিখলেন, ‘ইন্ডিয়া বা ভারত হলো কতগুলো রাজ্যের ইউনিয়ন। আর ‘এক দেশ এক নির্বাচন’ হলো দেশের সব ইউনিয়ন এবং রাজ্যের ভাবনায় আক্রমণ।’
জানা গেছে, ১৮-২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনের ‘এক দেশ এক নির্বাচন’ বিল উপস্থাপন করতে চলেছে কেন্দ্র।
বিজেপির দাবি, এটি কার্যকর হলে দেশে বিধানসভা, লোকসভা নির্বাচন একসঙ্গে একি সময়ে হবে। এর ফলে খরচ ও সময় দুটোই বাঁচবে।