Saturday, May 4, 2024
দেশ

রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, কড়া নির্দেশ মমতার

কলকাতা: রাম নবমীর দিন যতই এগিয়ে আসছে, ততই বাকযুদ্ধের পারদ চড়ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির। রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, আর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এর আগে গত বছর রাম নবমীতে রাজ্য জুড়ে বিজেপির সশস্ত্র মিছিলকে ঘিরে বিস্তর বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়েছিল। খড়গপুরে অস্ত্র হাতে মিছিলে হেঁটেছিলেন স্থানীয় বিধায়ক ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ।

তবে এবার রাম নবমীতে রাজ্যে অশান্তি রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য মঙ্গলবার হুগলি গুড়াপে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ-সহ পুলিশের পদস্থ আধিকারিকরাও। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাম নবমীতে অস্ত্র দিয়ে মিছিল করা যাবে না। এটা বেআইনি। কোথাও যেন কোন অশান্তি না হয়, সেদিকে পুলিশকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তবে মহাবীর জয়ন্তীতে বিকেল ৫টার পর মিছিল করা যাবে বলে জানান তিনি।

তারপরই পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গদা নিয়ে নামব রাস্তায়, দেখি কী হয়, চ্যালেঞ্জ দিলীপ ঘোষের।

প্রসঙ্গত, রামের জন্মদিন এ রাজ্যে কোনদিনই উৎসবের আকারে পালিত না হলেও, গতবছর থেকে গেরুয়া শিবিরের হাত ধরে তার সূচনা হয়। যে রামনবমীতে বিজেপি নেতাদের হাতে অস্ত্রের ঝলকানি, রাজনীতিতেও ঢেউ তুলেছিল। বাগযুদ্ধে জড়িয়েছিল তৃণমূল-বিজেপি।