‘আমি বেঁচে থাকতে চাকরি কাড়তে দেব না’, চ্যালেঞ্জ মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি ২০১৬ এর পুরো প্যানেল। এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র উত্তেজনার আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকেই তিনি সরাসরি চ্যালেঞ্জের ভাষায় বলেন, “আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ।”
“চক্রান্ত চলছে শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার”
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কাড়ার ক্ষমতা আছে— তাঁদের ধিক্কার জানাই। ২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। যাত্রাপালার মতো নাটক করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।”
আইনি লড়াইয়ের নাম করে রাজনৈতিক উদ্দেশ্য?
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে নাম করে আক্রমণ করেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বলেন, “আমি অনেক কিছু জানি, কিন্তু সিপিএমের কারও চাকরি খাইনি। বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? উত্তর তাঁকেই দিতে হবে। সিপিএমকেও এই প্রশ্নের জবাব দিতে হবে।”
আস্থা, আক্রমণ ও আবেগঘন বার্তা
এই বৈঠকের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন চাকরি হারানোদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তেমনই আদালতের রায়ের বিরোধিতা করে রাজনৈতিক ও আইনজীবী মহলকেও একহাত নিয়েছেন। তাঁর কথায় উঠে এসেছে এক গভীর রাজনৈতিক বার্তা— “যোগ্যরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তার দায় রাজ্য সরকার নেবে।”