Friday, May 3, 2024
শিক্ষাঙ্গন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শিক্ষাবিজ্ঞান (Education)

বহুনির্বাচনি (MCQ) প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ শিক্ষাবিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. অপারেন্ট অনুবর্তন তত্বের প্রবর্তক কে?

উত্তর: স্কিনার

২. অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়-

উত্তর: বুদ্ধির দ্বারা

৩. রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে ১২০ ও ৩০ হয়, তবে নিম্ন স্কোর হবে-

উত্তর: ৯০

৪. রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা ১৫ হলে, তার ট্যালি (Tally) চিহ্ন হবে-

উত্তর:

৫. কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ____________ স্তরের কথা বলেছেন।

উত্তর: ৪টি

৬. নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন-

উত্তর: জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬

৭. গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল-

উত্তর: রাধাকৃষ্ণণ কমিশন

৮. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল-

উত্তর: ৩ বছর

৯. বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন?

উত্তর: মুদালিয়ার কমিশন

১০. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী (NAEP) কার্যকরী হয়-

উত্তর: ১৯৭৮ সালে

১১. জ্যাক ডেলর-এর দেওয়া শিখন স্তম্ভ হল-

উত্তর: জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একসঙ্গে বসবাসের শিক্ষা, কর্মের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার শিক্ষা

১২. ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়-

উত্তর: ১৯৯৬ সালে

১৩. মানসিক ক্ষমতা সংক্রান্ত ‘বহু উপাদান তত্ত্বের’ প্রবর্তক হলেন-

উত্তর: থর্নডাইক

১৪. ‘আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ’- এ কথা বলেছেন-

উত্তর: ম্যাকডুগ্যাল

১৫. ৭, ১০, ১১, ১৪, ১৫, ১৬, ১৮ স্কোরগুলির মধ্যমমান কত ?

উত্তর: ১৪

১৬. শ্রেণী ৪০-৪৫ এর শ্রেণী সীমানা (নিম্ন ও উচ্চ সীমা) হল-

উত্তর: ৩৯.৫-৪৫.৫

১৭. বুদ্ধি হল ‘শেখার ক্ষমতা’ এ কথা বলেছেন

উত্তর: প্লেটো

১৮. একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল-

উত্তর: দূরদর্শন

১৯. ‘স্ক্রিন রিডার’ যন্ত্র ব্যবহৃত হয়-

উত্তর: দৃষ্টিহীনদের জন্য

২০. ‘ঠোঁট নাড়া’ পদ্ধতি (Lip Movement) ব্যবহৃত হয় _________ শিক্ষার জন্য।

উত্তর: মূক ও বধিরদের

২১. ‘কমন স্কুল’-এর কথা বলা হয়েছে-

উত্তর: জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬

২২. প্রাক-প্রাথমিক শিক্ষালয় হল-

উত্তর: মন্তেসরি স্কুল, নার্সারি স্কুল, কে.জি স্কুল

২৩. ভারতীয় সংবিধানের _______ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দেওয়া যাবে না।

উত্তর: ২৮নং

২৪. মাধ্যমিক কমিশনের সভাপতি ছিলেন-

উত্তর: এ. লক্ষণ স্বামী মুদালিয়ার