Wednesday, October 9, 2024
বিনোদন

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন সুপারস্টার রজনীকান্ত, ভাইরাল ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন। ৭২ বছর বয়সী রজনীকান্ত ৫১ বছরের যোগীর পা ছুঁয়ে প্রণাম করলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। দাক্ষিণাত্যের ‘থালাইভা’ রজনীকান্তকে দেখেই ভক্তরা পায়ে লুটিয়ে পড়েন। সেই তিনিই এবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) পা ছুঁয়ে প্রণাম করলেন।

রজনীকান্তের ফিল্ম ‘জেলার’ বক্স অফিসে সুপারহিট হয়েছে। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। সিনেমা সুপারহিট হওয়ায় রজনীকান্ত চার ধামযাত্রা করছেন। রজনীকান্ত বদ্রীনাথ দর্শনের পরে লখনউতে আসেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। যোগী সঙ্গে দেখা হওয়া মাত্রই পা ছুঁয়ে প্রণাম করেন রজনীকান্ত। যোগীও ফুলের তোড়া হাতে নিয়ে রজনীকান্তকে স্বাগত জানান।


যোগী আদিত্যনাথ রজনীকান্তকে একটি বই এবং শো-পিস উপহার দিয়েছেন। এছাড়া লতা রজনীকান্ত এবং রজনীকান্ত মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে ছবি তোলেন।