Sunday, May 19, 2024
Latestদেশ

ধর্ষকদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিৎ: জয়া বচ্চন

নয়াদিল্লি: হায়দরাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তার প্রভাব পড়ল সংসদেও। এদিন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন বললেন, ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিৎ। কারণ, এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে। তিনি বলেন, আমার মনে হয় এখন সময় এসেছে। জনগণ এই বিষয়ে সরকারের কাছ থেকে একটি উপযুক্ত এবং নির্দিষ্ট উত্তর জানতে চায়।

জয়া বচ্চন প্রশ্ন তোলেন, নিরীহ মেয়েরা কি সুবিচার পেয়েছে ? নির্ভয়াও কি সুবিচার পেয়েছে ? এই সংসদে দাঁড়িয়ে এ ধরনের ঘটনা নিয়ে আমি কতবার যে বলেছি, ক্ষোভ প্রকাশ করেছি তার কোনও হিসেব নেই। সেটা নির্ভয়া কাণ্ড হোক, কাঠুয়া কাণ্ড আর এখন তেলেঙ্গানার ঘটনা। জনগণ স্পষ্ট জবাব চাইছে, আর কতদিন এমন চলবে ? আর কত যন্ত্রণা, কত অত্যাচার সহ্য করতে হবে দেশের মেয়েদের ?

জয়া বচ্চন প্রশ্ন রাখেন, কেন সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রশ্নের মুখোমুখি হবেন না? অনেক দেশ রয়েছে যেখানে  ধর্ষণের ধরণের ঘটনা ঘটলে মানুষ নিজেরাই দোষীদের শাস্তি দেয়। এক্ষেত্রেও ধর্ষকদের গণপিটুনি দিতে হবে।


জয়া বচ্চন সংসদে বক্তব্যে রাখার আগে এআইএডিএমকে সাংসদ বিজিলা সত্যনাথ হায়দরাবাদে তরুণী চিকিৎসক গণধর্ষণ কান্ডের বিষয়ে বলতে গিয়ে রীতিমতো ভেঙে পড়েন। তিনি বলেন, শিশু এবং মহিলাদের জন্য এই দেশ নিরাপদ নয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তেলঙ্গানা গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ জানান বিজিলা সত্যনাথ।

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, এই নক্কারজনক অপরাধ বন্ধের জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা ও মানসিকতায় বদল ঘটানোর চেষ্টা করতে হবে। তারপরই চরম শাস্তির দিকে এগোনো উচিত। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, কোনও সরকার বা রাজনীতিবিদই চায় না এই ধরণের বর্বোরচিত ঘটনা ঘটুক।