Thursday, May 2, 2024
দেশ

পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত অমিত শাহ

নয়াদিল্লি: পরবর্তী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। এমনই দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। শুধু তা-ই নয়, News 18 এগজিকিউটিভ এডিটর অমিশ দেবগণকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহর দাবি, গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনে দেড়শোরও বেশি আসনে জিতবে বিজেপি।

বাংলায় সংগঠনকে শক্তিশালী করে তুলতে ইতোমধ্যেই তিন দিনের কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন তিনি। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশেও সমাজবাদী পার্টির অনেক গুন্ডা ছিল বিজেপি-কে মারার জন্য। তা সত্ত্বেও বিজেপি সেখানে জিতেছে সংগঠনের জোরে। সিপিএমের হাতেও তো গুন্ডা ছিল! তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে তাদের মোকাবিলা করে সরকার গড়লেন? তিনিও মার খেয়েই ক্ষমতায় এসেছেন।’’

অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন। এই কথা শুনতে তিনি বাংলায় আসেননি। পালটা মার দেওয়ার মতো সংগঠন গড়ে তুলতে পেরেছেন কী? পালটা কোনও প্রতিরোধ হয়েছে কি? তিনি নির্দেশ দেন, তৃণমূল মারছে বলে কাঁদুনি গাইলে চলবে না। প্রয়োজনমতো প্রতিরোধ করতে হবে। যদিও তাঁর এই মক্তব্য কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছিল। তবে পরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে এখনই নিশ্চিত অমিত শাহ।