Friday, March 29, 2024
দেশ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ ‘সরদার সরোবর বাঁধ’

১৭ সেপ্টেম্বর ২০১৭ উদ্বোধন করা হয় ভারতের বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের। গুজরাটে অবস্থিত এ বাঁধের নাম হল ‘সরদার সরোবর বাঁধ’।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৬১ সালের ৫ এপ্রিল বাঁধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও ১৯৮৭ সালে শুরু হয় এর নির্মাণ কাজ।

এ বাঁধের দৈর্ঘ্য ১,২১০ মিটার(৩,৯৭০ ফুট) এবং এর উচ্চতা ১৬৩ মিটার(৫৩৫ফুট)। আর এ বাঁধের প্রতিটি ফটকের ওজন হল ৪৫০টন।

কংক্রিট ব্যবহারের দিক দিয়ে সরদার সরোবর বাঁধটি বিশ্বের মধ্যে বৃহত্তম । তবে দৈর্ঘ্য বিবেচনায় এর আগে আছে কেবল যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড কুলি বাঁধ।

যার দৈর্ঘ্য হল ১,৫৯২ মিটার(৫,২২৩ ফুট) এবং এর উচ্চতা হল ১৬৮ মিটার(৫৫০ফুট)।