Friday, May 10, 2024
দেশ

কেদারনাথ মন্দিরে প্রধানমন্ত্রী মোদী, একাধিক প্রকল্প-সহ শঙ্করাচার্যের মূর্তি উদ্বোধন করলেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার সেনা জওয়ানদের সঙ্গে জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শুক্রবার ভোরে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে প্রার্থনা করলেন মোদী (PM Modi at Kedarnath temple)। আরতি করতেও দেখা যায় তাঁকে। বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শঙ্করাচার্যের (Shankaracharya) ১২ ফুট উচু পুনঃনির্মিত সমাধির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। যেটি ২০১৩ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ এখানে আদি শঙ্করাচার্য সমাধির উদ্বোধনের সাক্ষী আপনারা সবাই। তাঁর ভক্তরা এখানে আত্মায় উপস্থিত। গণিত এবং জ্যোতির্লিঙ্গ আজ আমাদের সাথে যুক্ত।”

প্রধানমন্ত্রী মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। যার মধ্যে রয়েছে সরস্বতী রিটেইনিং ওয়াল আস্থাপথ, মন্দাকিনী রিটেইনিং ওয়াল আস্থাপথ, তীর্থ পুরোহিত বাড়ি, মন্দাকিনী নদীর উপর সেতু, প্রাথমিক চিকিৎসা ও পর্যটন সুবিধা কেন্দ্র, প্রশাসনিক কার্যালয় এবং হাসপাতাল, দুটি গেস্ট হাউস, পুলিশ স্টেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, মন্দাকিনী আস্থাপথ সারি ব্যবস্থাপনা সহ একাধিক প্রকল্প।

মোদী বলেন, ‘এগুলো শুধুমাত্র নতুন প্রকল্পের ভিত্তি স্থাপন নয় বরং ভক্তদের জন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বাধিক করার জন্য এই দেব ভূমির জন্য উন্নয়নের একটি দিগন্ত খুলে যাবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি হল দেবভূমিকে বিশ্বের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তোলা।’