Wednesday, May 22, 2024
দেশ

‘মহাজোট নিয়ে চাপ নেই, ২০১৪-এ তো এরা সবাই হেরেছিল’ কটাক্ষ অমিত শাহের

নয়াদিল্লি: শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বিজেপির দু’দিন ব্যাপী কার্যনির্বাহী বৈঠক। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী বছরের লোকসভা নির্বাচনে তারা লড়বে দলের জাতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বে। সেই বৈঠকেই আসন্ন নির্বাচনে বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন বিজেপি সভাপতি। অমিত শাহ বলেন, বিরোধী পক্ষ যতই সমবেত হোক, বিজেপির বিজয় নিশ্চিত। বিরোধীদের মহাজোট কোনও প্রভাব ফেলতেই পারবে না, জয়লাভ দূরের কথা বলে মন্তব্য করেন বিজেপি সভাপতি।

অমিত শাহ বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রত্যেকটি দলই পরাজিত হয়েছিল ও ২০১৯ এও বিরোধীদের বিশাল ব্যবধানে পরাস্ত করতে চলেছে বিজেপি। প্রসঙ্গত, বর্তমানে দেশের ১৯টি রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। দেশের ৭৫ শতাংশ স্থানে জুড়েইই চলছে গেরুয়া সাম্রাজ্য। এ প্রসঙ্গ টেনে বিজেপি সভাপতি জানিয়েছেন, ২০১৪ সালের তুলনায় আরও বড় আকারের জয়লাভ করে ক্ষমতায় ফিরবে বিজেপি ও এই মহাজোট নিছকই অর্থহীন।

কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি যখন ‘মেকিং ইন্ডিয়া’ করছে তখন কংগ্রেস ‘ব্রেকিং ইন্ডিয়া’ করতে ব্যস্ত। দলীয় নেতাদের উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, তাঁরা যেন পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে পাখির চোখ করে লড়াই করেন।