Monday, May 20, 2024
রাজ্য​

মমতা বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে: মুকুল রায়

অশোকনগর: উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক জনসভায় বিজেপি নেতা মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, বাংলার গণতন্ত্রকে মমতা গলা টিপে হত্যা করেছে। এত মুখ্যমন্ত্রী বাংলায় শাসন করেছেন। কিন্তু, কোনওদিন বাংলায় এরকম পুলিশরাজ ছিল না। জ্যোতি বসু ও বুদ্ধবাবুর সরকার যদি বাংলাকে ৩০ বছর পিছিয়ে দেয় তাহলে মমতা ও তাঁর সরকার বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে।

মুকুলবাবু বলেন, মমতার এখন দুটো কাজ। কী করে ভাইপোকে প্রতিষ্ঠিত করব আর কী করে বাকি দিনগুলি পুলিশের সেলাম খেয়ে বাড়ি যাব। উনি বাংলার মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃণমূল নেত্রী বলেছিলেন। কিন্তু, আমরা জানতাম বাংলা লন্ডন হবে না, উত্তরবঙ্গ সুইৎজারল্যান্ড হবে না। এখন সকালে খবরের কাগজ খুললেই দেখতে হয় কোথায় ব্রিজ ভাঙল, আগুন কোথায় লাগল, খুন কোথায় হল।

মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৮ বছর বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে বামেদের করে যাওয়া ১ লাখ ৯৬ হাজার কোটি টাকার দেনা কমা উচিৎ। তার বদলে আজ অবধি মমতার সরকারের দেনা ৩ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এই দেনা তো জ্যোতিবাবু ও বুদ্ধবাবু করে যাননি। রাজ্যে ৫টা বন্ধ কারখানাও মমতা বন্দ্যোপাধ্যায় খোলেননি বলে তোপ দাগেন মুকুল রায়।