Monday, May 6, 2024
Latestদেশ

বৃদ্ধ বাবা-মাকে না দেখলে হতে পারে জেল-জরিমানা, নতুন আইন আনতে চলেছে মোদী সরকার

নয়াদিল্লি: আমাদের ছোটবেলায় বাবা-মা যেমন তাঁদের সন্তানদের লালন-পালন করেন, ঠিক তেমনই পিতা-মাতা বৃদ্ধ হলে, তখন সন্তানদেরও কর্তব্য তাদের তাঁদভরণ-পোষণের দায়িত্ব নেওয়া। শেষ বয়সে তাঁদের ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রমে। বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করা আইনত অপরাধ। তাই এ বার বৃদ্ধ বাবা-মাকে না দেখভাল করলে জেল হতে পারে সন্তানদের। সম্প্রতি লোকসভায় এমন বিল পেশ করল মোদী সরকার।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ওই বিল লোকসভায় পেশ করেন। বিলটির নাম ‘দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট ২০১৯’। বিলে বলা হয়েছে, বৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করলে সন্তানদের ৬ মাস পর্যন্ত জেল এবং ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

ওই বিলে আরও বলা হয়েছে, আর্থিকভাবে বাবা-মাকে বঞ্চনা করলেও তা অপরাধ হিসাবে গণ্য করা হবে। ওই বিলে বাবা মা হিসাবে বোঝানো হয়েছে, নিজের মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, সৎ বাবা-মা এবং সন্তান হিসাবে ছেলে মেয়ে, পালিত ছেলে-মেয়ে, নাতি-নাতনি, বৌমা, জামাইকে।

এই সংক্রান্ত অভিযোগের দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল তৈরি করা হবে। যেখানে ৮০ বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য় ৬০ দিন বা বিশেষ ক্ষেত্রে ৩০ দিনের মধ্য তাঁদের অভিযোগের নিষ্পত্তি করা হবে। ৮০ বছরের কম বয়সীদের জন্য ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। এছাড়াও পুলিশি নিরাপত্তা, হাসপাতালে বিশেষ সুবিধা কথাও বলা হয়েছে ওই বিলে।