Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে ফের মুক্তমনা ব্লগারকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ: বাংলাদেশে ফের খুন মুক্তমনা ব্লগার। এবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে (৬০) গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বাচ্চু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলার সাবেক সাধারণ সম্পাদক। পরিবারে অভিযোগ খুনের পিছনে হাত রয়েছে মৌলবাদীরা।

জানা গিয়েছে, শাহজাহান বাচ্চু সোমবার সন্ধ্যায় সিরাজদিখানের পূর্ব কাকালদীতে একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় সেখানে হানা দেয় মোটর সাইকেলে আসা দুই দুষ্কৃতী। শাহজাহান বাচ্চুকে টেনে-হিঁচড়ে চায়ের দোকান থেকে বের করে গুলি করে মারা হয়। এরপর বোমা ফাটিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। শাহজাহান বাচ্চুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শাহজাহান বাচ্চুর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী দুর্বা জাহান তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন,’আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেনো দুইটা গুলি করে মেরে ফেলেছে।’  শাহজাহান বাচ্চু সাপ্তাহিক ‘আমাদের বিক্রমপুর’ (Amader Bikrampur) নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা করতেন। এছাড়া তিনি বিভিন্ন ব্লগে লেখা-লেখি করতেন। মুক্তমনা লেখক হিসেবে তিনি পরিচিত ছিলেন।

প্রসঙ্গত, এটাই বাংলাদেশের প্রথম ব্লগার হত্যা নয়, একইভাবে বছর কয়েক আগে দেশটিতে একাধিক ব্লগারকে হত্যা করা হয়। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে খুন করা হয়েছিল। দীপন মুক্তমনা ব্লগার অভিজিত রায়ের বই প্রকাশ করেছিলেন। এর পরে অভিজিত রায়কেও খুন করা হয়। একইভাবে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাসকেও খুন করে হয়েছিল।