Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

ডলারে নয়, বাংলাদেশ-ভারতের বাণিজ্য হবে স্থানীয় মুদ্রায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়ে থাকে ডলারে। কিন্তু এবার দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থানীয় মুদ্রায় করার প্রস্তাব। বৃহস্পতিবার ঢাকায় দু’দেশের এক আলোচনাসভায় এই প্রস্তাবটি তুলে ধরা হয়। এতে দু’দেশই সুবিধা পাবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা টাকা ও রুপিতে দুই দেশের বাণিজ্য করা যেতে পারে।’

মসিউর রহমান বলেন, ‘দুই দেশের বাণিজ্য স্থানীয় মুদ্রায় করা যেতে পারে। বাংলাদেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ কাজে লাগিয়ে ভারত একক বা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে। বর্তমানে দু’দেশের রেল যোগাযোগ উন্নয়নে যমুনা রেল সেতু স্থাপনসহ বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা শেষ হলে যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়ন হবে, যা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগকে সহজ করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানিতে ভারতের আরোপিত এন্টি ডাম্পিং ডিউটির ফলে আমাদের উদ্যোক্তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন, যা নিরসনে ভারত সরকারকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’

বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘গত এক দশকে ভারত-বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ জন্য প্রস্তাবিত সেপা চুক্তি দ্রুত বাস্তবায়ন করা হলে বাণিজ্য, বিনিয়োগে আরও অগ্রগতি হবে।’

উল্লেখ্য, বর্তমানে এক ডলারের মূল্য ভারতীয় টাকায় ৮২ টাকার বেশি। অন্যদিকে, এক ডলারের মূল্য বাংলাদেশি টাকায় ১০৭ টাকা।