অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথম ওয়ান-ডে ম্যাচ জিতলো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের। সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন হার্দিক পান্ডিয়া।

এদিন টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান হার্দিক। অস্ট্রেলিয়া ১৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৮৮/১০ (মার্শ-৮১, শামি-১৭/৩, সিরাজ-২৯/৩)

ভারত: ১৯১/৫ (রাহুল-৭৫*)

ফলাফল: ৫ উইকেটে জয়ী ভারত