Sunday, May 5, 2024
দেশ

বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছে ভারত

নয়াদিল্লি: বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) দিচ্ছে ভারত। হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। তবে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছে ভারত। দেশগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরিন, নেপাল, ভুটান, ব্রাজিল, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, সেশলস, মরিশাস ও ডমিনিকান রিপাবলিক।

বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব দাম্মু রবি জানান, এইচসিকিউ বা হাইড্রোক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ছে। ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন চেয়েছে একাধিক দেশ। তবে দেশের অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখেই এই ওষুধ রফতানি করবে ভারত। দেশে পর্যাপ্ত ওষুধ রেখেই রফতানি করা হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, আগামী সপ্তাহগুলিতে দেশে ১ কোটি হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটের প্রয়োজন হবে, আপাতত দেশে ৩.২৮ কোটি ট্যাবলেট মজুত রয়েছে। জানা গেছে, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। কিন্তু ভারতের তরফে ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট অনুমোদন করা হয়েছে। এ ছাড়া ভারতের তরফ থেকে ৯ মেট্রিক টন এপিআই বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট পাঠানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও, ব্রাজিল, কানাডা ও জার্মানি দ্বিতীয় দফায় ৫০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইনের আবেদন জানিয়েছে। জানা গেছে, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।

প্রসঙ্গত, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত চিরদিন মনে রাখবে যুক্তরাষ্ট্র। হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।