Saturday, May 4, 2024
খেলা

সম্পূর্ণভাবে চিনা পণ্য বর্জনের ডাক দিলেন হরভজন সিং

মুম্বাই: লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দাবি জানিয়েছেন, অবিলম্বে চিনা অ্যাপ-সহ সমস্ত চিনা পণ্য বর্জন করুন। দেশের বিভিন্ন স্থানে রাস্তায় চিনা পণ্য ফেলে তাতে আগুন ধরিয়েও দেওয়া হয়েছে।

প্রতিবাদে সামিল হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও। বুধবার টুইটে তিনি সাফ জানিয়েছেন, চিনা পণ্য বয়কট করুন। উল্লেখ্য, সোমবার রাতে পূর্ব লাদাখর গালওয়ান উপত্যকায় তীব্র সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। ঘটনায় হতাহত ৪৩ চিনা সেনা।

সোমবার রাতের এই সংঘর্ষের ঘটনায় রাগ ও ক্ষোভের আগুনে ফুসছে গোটা দেশ। রাস্তায় চিনা পণ্য ফেলে তাতে আগুন ধরিয়ে দিয়ে চিনা দ্রব্যসামগ্রী বয়কটের ডাক দিয়েছেন দেশের বিভিন্ন শহরের মানুষ। টর্চ, খেলনা, লাইটার, চশমা, ঘড়ি, ব্যাটারি এমনকি মোবাইল ফোন পর্যন্ত আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, চিনা পণ্য বর্জন করে ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন কোনও দেশের পণ্য ব্যবহার করা হোক। উল্লেখ্য, করোনা আবহে মোদী তাঁর ভাষণে “Vocal for Local” এর উপর বিশেষ ভাবে জোর দেন। স্বরাষ্ট্রমন্ত্রকও স্বদেশী পণ্য ব্যবহার করার ডাক দেয়।