Friday, May 3, 2024
বিনোদন

‘অবতার ২’ প্রাচীন হিন্দু দর্শনের বিচক্ষণতার কথা বলে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘অবতার’ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ‘অবতার’ থেকে যার অর্থ শালীন। তাহলে শালীনতা কি? এটি প্রাপ্যতা এবং নৈতিকতার মান মেনে চলার সহজাত গুণ। ‘অ্যাভাটার 2 দ্য ওয়ে অফ ওয়াটার’, জেমস ক্যামেরনের সাম্প্রতিক সাড়া জাগানো সিনেমা।

এই সিনেমায় একটি ট্যাগলাইন স্পষ্টভাবে বলে, ‘আপনি প্রকৃতি থেকে যা পান তা অবশ্যই বিশুদ্ধতার সাথে ফেরত দিতে হবে।  এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এই কথাগুলো নতুন নয়। আদি অনাদিকাল থেকে, এই বিচক্ষণতা হিন্দুধর্ম বা সনাতন ধর্মের চালিকাশক্তি। তপস্বী, যুগে যুগে, এই সারমর্ম এবং এই বিচক্ষণতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন। পশ্চিমা বিশ্বও এটি অবশেষে উপলব্ধি করেছে।

এ বিষয়ে আরও জানুন-

তথ্যসূত্র- Bharat Verse