Sunday, September 15, 2024
দেশ

তিন রাজ্যে কংগ্রেসের জয়ের প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না: রাজনাথ

নয়াদিল্লি: ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে ভরাডুবি বিজেপির। দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধী ঝড়। কিন্তু কেন এই ভরাডুবি গেরুয়া শিবিরের? উঠে আসছে একের পর এক তথ্য। তবে, এই হারের পরও মাথা নোয়াতে নারাজ বিজেপি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনে কোনও প্রভাব বিস্তার করবে না, দাবি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিধানসভা নির্বাচনের ফলাফল আদৌ কেন্দ্রের মোদী সরকারের প্রতি ভোটারদের বিরাগের পরিচায়ক নয়। রাজনাথ সিং বলেন, জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই। কিন্তু এই ফলাফলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাজের কোনও সম্পর্ক নেই।

এদিকে বিজেপির বিরুদ্ধে এই জয়ে রাজ্যের বিরোধী দলগুলো সমান কৃতিত্ব দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এটাই বিজেপির শেষের শুরু। বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, তিনি সরাসরি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তেলেঙ্গানায় লড়াই করলেও টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু জয়ের জন্য শুভেচ্ছা জানালেন কেসিআরকে।