Monday, May 20, 2024
দেশ

নাবালিকা বিবাহ রুখতে কড়া অসম সরকার, একদিনেই গ্রেফতার ১৮০০

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নাবালিকা বিবাহ রুখতে কঠোর অসম সরকার। নাবালিকা বিবাহের বিরুদ্ধে ব্যাপক অভিযানে অসম পুলিশ একদিনেই ১,৮০০ জনকে গ্রেফতার করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সারা রাজ্যে নাবালিকা বিবাহের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আগামী ৩ থেকে ৪ চার দিন এই অভিযান অব্যাহত থাকবে। রাজ্য মন্ত্রিসভা ২৩ জানুয়ারী অপরাধীদের গ্রেফতার এবং ব্যাপক সচেতনতা তৈরির ডাক দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই বাল্যবিবাহের ৪,০০৪ টি মামলা নথিভুক্ত করেছে।


ধুবড়িতে সব থেকে বেশি যেখানে ৩৭০টি মামলা নথিভুক্ত করা হয়েছে, তারপরে ১১০টি বারপেটা এবং ১০০টি নগাঁওতে। দিমা হাসাওতে ২৪টি এবং কাছাড়ে ৩৫ টি মামলা হয়েছে।

১৪ বছরের কম বয়সী মেয়েদের বিবাহিতদের  প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো (POCSO Act) আইনের অধীনে মামলা করা হবে। ১৪-১৮ বছর বয়সী মেয়েদের যারা বিয়ে করেছে তাদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধ আইন, ২০০৬ এর অধীনে মামলা করা হবে। তাদের গ্রেফতার করা হবে এবং বিয়ে অবৈধ ঘোষণা করা হবে।

যদি ছেলেটির বয়স ১৪ বছরের কম হয় তবে তাকে সংশোধনাগারে পাঠানো হবে। এই ধরনের বিবাহের সাথে জড়িত পুরোহিত, কাজী এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা করা হবে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে বলেছেন, অসম সরকার রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে সংকল্পে দৃঢ়। এখন পর্যন্ত পুলিশ রাজ্য জুড়ে ৪,০০৪ টি মামলা (বাল্যবিবাহের) নথিভুক্ত করেছে। ৩ ফেব্রুয়ারী থেকে মামলাগুলির উপর পদক্ষেপ শুরু হবে। আমি সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।