Friday, May 3, 2024
দেশ

কেন্দ্রের কাছে লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানোর আর্জি জানাল অসম

গুয়াহাটি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশশে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখল অসম। একথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

দেশজুড়ে তৃতীয় দফায় লকডাউন ১৭ই মে শেষ হওয়ার কথা। যদিও ফের চতুর্থ দফায় বাড়ানো হতে পারে লকডাউন, গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অনেক ক্ষেত্রেই শিথিল করা হতে পারে লকডাউন। এদিকে শুক্রবার গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে সর্বানন্দ সোনোয়াল বলেন, শুক্রবারের মধ্যে লকডাউন বাড়ানোর বিষয়ে সমস্ত রাজ্যই তাঁদের মতামত জানাবে। অসম সরকার ইতিমধ্যেই কেন্দ্রকে লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানোর আর্জি জানিয়েছে।

বৃহস্পতিবার অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, কেন্দ্রের শ্রেণীবিন্যাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গাকে রেড, অরেঞ্জ বা গ্রিন জোনে ভাগ করার পক্ষপাতী নয় অসম সরকার। বরং স্থানীয়ভাবে ‘কনটেনমেন্ট জোন’ বা সংক্রামক এলাকা চিহ্নিত করার বিষয়টি কেন্দ্রকে জানিয়েছে তাঁরা।

তিনি বলেন, সংক্রমণ আছে এমন এলাকায় বিধিনিষেধ লাগু করা উচিত। অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব ও মাস্ক পরে সাধারণ কাজকর্মে ছাড় দেওয়া হোক। কনটেনমেন্ট এবং বাফার জোন নীতি বিধিনিষেধ লাগু করার কথা জানিয়েছে আমরা। আর রেড বা অরেঞ্জ জোনের বিন্যাসের ফলে জল্পনা বাড়ছে।