Saturday, May 18, 2024
রাজ্য​

লাউডস্পিকারে আজান বন্ধের দাবিতে হাইকার্টে মামলা দায়ের করলেন অর্জুন সিং

কলকাতা: এবার লাউডস্পিকারে আজানের বিরুদ্ধে সবর হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। লাউডস্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে কলকাতা হাইকার্টে জনস্বার্থ মামলা করলেন অর্জুন সিং। তিনি নিজেই এই মামলা দায়ের করার খবর জানিয়েছেন।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেন সাংসদ অর্জুন সিংহ। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

মামলার স্বপক্ষে অর্জুন সিং দাবি, রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। উচ্চস্বরে মাইক বাজানো করোনার গাইড লাইন পরিপন্থী। আজানের সময় জোরে মাইক বাজানো যাবে না। তাই বন্ধ করতে হবে উচ্চস্বরে মাইক বাজানো।

অর্জুন সিংয়ের অভিযোগ, আজানের আওয়াজ মাইকের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি ৫ কিলোমিটার দূর থেকেও পরিষ্কার শোনা যায়। এতে শব্দদূষণ তো বটেই, এমনকি করোনার গাইড লাইনও মান্য হচ্ছে না। এর ফলে মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে।

অর্জুন সিং বলেন, সরকারি অনুমতি ব্যতীত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানোর নিয়ম নেই। বিজেপি সাংসদের অভিযোগ, উৎসব ও অনুষ্ঠানে এই নিয়মের ব্যতিক্রম থাকলেও আজানের সময় এই নিয়ম কখনই মানা হয় না।