Saturday, April 27, 2024
শিক্ষাঙ্গন

পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য ফ্রি কোচিং অ্যাপ ‘ই-জ্ঞানসাগর’

রাঁচি, ১৬ই সেপ্টেম্বর: শিক্ষাই মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই আলোকিত মানুষ হতে হলে লেখা-পড়ার কোন বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রয়োজনীতা উপলব্ধি করে তাই এগিয়ে এল ঝাড়খণ্ড সরকার।

ঝাড়খণ্ড সরকার আই. টি দপ্তরের সাহায্যপ্রাপ্ত অটলবিহারী বাজপেয়ী ইনোভেশন ল্যাবের পক্ষ থেকে একটি শিক্ষামূলক অ্যাপ ‘ই-জ্ঞানসাগর’ চালু করেছে। এটি একটি ফ্রি কোচিং অ্যাপ। এটি আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের কথা ভেবে তৈরি করা হয়েছে। রাজ্যের আই. টি দপ্তরের প্রধান সচিব রাজীব অরুন এক্কা এ. বি. ভি. আই. এল – এর এই অ্যাপটির উদ্ধোধন করেন।

বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষত আই আই টি অথবা জয়েন্ট এন্ট্রান্স এবং অন্যান্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে এই অ্যাপটির সুযোগ সুবিধা প্রদান করা হবে। জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে আগামী ১৫ই নভেম্বরের মধ্যে ১০০০জন আর্থিক দুর্বল ছাত্রছাত্রীদের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে।

অ্যাপটি উদ্বোধন করার সময় ২০জন দরিদ্র ছাত্রছাত্রীকে এই অ্যাপের সুবিধা প্রদান করা হয়। অ্যাপটির সুযোগ সুবিধা আপাতত রাঁচির ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে। কিন্তু অ্যাপটির পরিকল্পনা অনুযায়ী, পরবর্তীকালে এই সুযোগ সুবিধা বিহার, উওরপ্রদেশ, রাজস্থান পাশাপাশি দিল্লি ও বেঙ্গালুরুতেও ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। অ্যাপটির উদ্বোধনের সময় আই টি দপ্তরের প্রধান সচিব রাজীব অরুন এক্কা বলেন, এটি খুবই ভালো প্রয়াস, যা আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পক্ষে লাভজনক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁদের উত্তীর্ণ হতে সাহায্য করবে।

ই-জ্ঞানসাগর অ্যাপটিতে রেজিস্টেশন করুন- এই লিঙ্কে ঢুকে