Monday, May 20, 2024
রাজ্য​

‘তিহার ছেড়ে আসানসোল জেলে যেতে চাই,’ সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন অনুব্রতর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তিহার থেকে আসানসোল জেলে ফিরতে চেয়েছিলেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। তার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেন বীরভূমের তৃণমূলের সভাপতি। কিন্তু হাইকোর্টে মিললো না স্বস্তি।

আসানসোল সংশোধনাগারে স্থানান্তরের আবেদন খারিজ করলো দিল্লি হাইকোর্ট। অনুব্রতকে এ বিষয়ে রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন করতে বলে দিল্লি হাইকোর্ট।

জানা গেছে, আগামী ৮ মে রাউজ অ্যাভিনিউর বিশেষ সিবিআই আদালতে স্থানান্তর মামলার শুনানি। তবে মামলার তারিখ এগিয়ে আনার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

তবে অনুব্রত কেন জেল বদলের আবেদন করছেন? সূত্রের খবর, তিহার জেলে নিয়ে যাওয়ার পর থেকেই নানা সমস্যার মুখে পড়েছেন অনুব্রত মন্ডল। ভাষা সমস্যা সবথেকে বেশি। অনুব্রত বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে বা বুঝতে পারেন না। ফলে নিজের কথা জেল কর্তৃপক্ষকে জানাতে পারছেন না তিনি।

এছাড়া পোশাক নিয়েও সমস্যা রয়েছে বীরভূমের অনুব্রতর। তিনি সাধারণত পাজামা পরেন। কিন্তু দড়ি আছে এমন পোশাক ব্যবহারে অনুমতি দেয় না তিহার কর্তৃপক্ষ। এছাড়া ঘনঘন অসুস্থ হয়ে পড়ছেন তিনি।