Friday, May 10, 2024
বলিউড

গানে ভগবান শিবের বিরুদ্ধে অশ্লীল শব্দ, চাপের মুখে ক্ষমা চাইলেন বাদশা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চাপের মুখে ক্ষমা চাইলেন র‍্যাপার বাদশা। বাদশার গাওয়া সনক গান নিয়ে বিতর্ক তৈরি হয়। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার বিরুদ্ধে অভিযোগ করেন ‘সনক’ গানে ভগবান শিবের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। যা হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। বাদশার বিরুদ্ধে FIR দায়ের করা হয়।

দাবি জানানো হয়, গান থেকে অশ্লীল শব্দের অংশটুকু বাদ দিয়ে দেওয়া হোক। নেটিজেনরাও বাদশার সমালোচনায় মুখর হয়। অবশেষে চাপের মুখে সোমবার বিবৃতি জারি করে ক্ষমা চেয়ে নেন র‍্যাপার।

বাদশা বলেন, ‘এটা আমার নজরে এসেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমি কখনই স্বেচ্ছায় বা অজ্ঞাতসারে কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি। শৈল্পিক সৃষ্টি এবং সঙ্গীত রচনাগুলি আমার ভক্তদের জন্যই, এর সঙ্গে আন্তরিকতা এবং আবেগ জড়িয়ে রয়েছে।’

বাদশা জানান, ‘আমি আমার টিমকে গানের ওই অংশটি পরিবর্তনের কথা বলেছি। আপত্তিকর শব্দগুলি বদলে ফেলছি। যারা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’