Monday, May 13, 2024
দেশ

যোগী পুলিশের ‘অপারেশন ক্লিন’ অভিযানে খতম রাজ্যের টপ থ্রি তালিকায় থাকা দীপক

লখনউ: কানপুরের চৌবেপুর ৮ পুলিশকর্মী হত্যার পর নড়েচড়ে বসেছে যোগী রাজ্যের পুলিশ৷ এনকাউন্টারের পর এনকাউন্টার করা হচ্ছে৷ এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ক্লিন’৷ প্রায় দুই ডজন এনকাউন্টার করা হয়েছে এরমধ্যেই৷ এবার পুলিশি এনকাউন্টারে খতম মেরুট জেলার টপ থ্রি অপরাধীর একজন দীপক ওরফে সিধু।

পুলিশ জানিয়ে, মেরুটের রোহটা এলাকায় কিছু দুষ্কৃতী লুকিয়ে থাকার খবর আসে। এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। সংঘর্ষে এক দুষ্কৃতী আহত হয়। গুলি লাগে পুলিশ কনস্টেবল অনুজ কুমারের। পরে গুলিতে আহত ওই দুষ্কৃতীর পরিচয় জানা যায় সে জেলার অন্যতম সার্প শুটার দীপক। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দীপককে মৃত বলে ঘোষণা করে।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাতে আট পুলিশকর্মী নিহত হন। এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরেই পুলিশ একেবারে উঠে পড়ে লাগে৷ বিকাশ দুবে-সহ তার গ্যাংয়ের প্রেম প্রকাশ পান্ডে, অতুল দুবে, অমর দুবে, প্রভাত মিশ্র, প্রবীণকে খতম করা হয়েছে৷ এছাড়া ভাদোহিতে কুখ্যাত অপরাধী দীপক গুপ্তা, আলিগড়ের দুষ্কৃতী বাবলু, বহরাইচে গোরক্ষপুর নিবাসী পন্না যাদবকেও এনকাউন্টারে খতম করা হয়েছে।

উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হবে না৷ সমস্ত ছোট বড় অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ রাজ্যের সমস্ত জেলার থানার অধিকর্তাদের সেই এলাকার কুখ্যাত ১০ অপরাধীর তালিকা তৈরি করা হয়েছে।