Sunday, May 5, 2024
দেশ

দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসলেন আন্না হাজারে

দিল্লি, ২৩ মার্চ : জন লোকপাল, কৃষকদের সমস্যা, দুর্নীতির মতো একাধিক বিষয়ে সমাধানের দাবিতে আজ থেকে দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসলেন সমাজকর্মী আন্না হাজারে। সঙ্গে রয়েছেন তাঁর প্রায় ৬০০০ এরও বেশি অনুগামী।

গত বছরের নভেম্বরে মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে ভাষণ দিতে গিয়ে এই অনশনের কথা ঘোষণা করেছিলেন আন্না হাজারে। তিনি বলেছিলেন, আমৃত্যু সত্যাগ্রহ আন্দোলনে নামবেন। যতক্ষণ না সরকার তাঁর দাবি মেনে নেবে, ততক্ষণ আন্দোলন চলবে। গত ২২ বছরে যতজন কৃষক আত্মহত্যা করেছেন তার খতিয়ান তুলে ধরেন তিনি।

মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজন সম্প্রতি আন্না হাজারের সঙ্গে দেখা করেন। তিনি আন্না হাজার কে সত্যাগ্রহ প্রত্যাহারের জন্য অনুরোধও করেন।  কিন্তু, সত্যাগ্রহতে অটল আন্না হাজারে। যতক্ষণ না মোদী সরকার লোকপাল নিয়ে দাবি মেনে নিচ্ছে ততক্ষণ সত্যাগ্রহ চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালে দুর্নীতি রুখতে জন লোকপাল গঠনের দাবিতে আমরণ অনশনে বসেন আন্না হাজারে। টানা ১২ দিন অনশনের পর সরকার নীতিগতভাবে তাঁর দাবিগুলি মেনে নেয়।