Sunday, May 19, 2024
রাজ্য​

শান্তিনিকেতনের বাউল শিল্পী বাসুদেবের বাড়িতে মধ্যাহ্নভোজ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোলপুর: শনিবার মেদিনীপুরের বালিজুড়ির কৃষক সনাতন সিংহয়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরের প্রথম দিনে আদিবাসী পরিবারে পাত পেড়ে খাওয়ার পর আজ, রবিবার বীরভূমের বাউল পরিবারে দুপুরের খাওয়া সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

মাটির থালার ওপর কলাপাতায় মধ্যাহ্নভোজ সাজিয়ে দেওয়া হয় অমিত শাহকে। বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। মাটির থালায় পরিবেশন করা হবে ভাত, ডাল, পালং শাক, বেগুনভাজা, পটলভাজা, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের পায়েস।

সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় সুভাষপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়ি। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। শাঁখ বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান বাড়ির মহিলারা।

মধ্যাহ্নভোজ সেরে ডাকবাংলা মাঠ থেকে রোড শো শুরু করবেন অমিত শাহ। বোলপুর চৌরাস্তায় বিকাল চারটে পর্যন্ত চলবে রোড-শো। পরে একটি বেসরকারি রিসর্টে সাংবাদিক বৈঠক করবেন। এরপর বিকাল ৫ টা ৪৫ মিনিটে অণ্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। রাত ৮ টার বিমানে দিল্লি উড়ে যাবেন।