Wednesday, May 8, 2024
রাজ্য​

শান্তিনিকেতনে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বোলপুর: রবিবার সকালে নিউ টাউনের পাঁচতারা হোটেল থেকে বোলপুরের উদ্দেশ্য রওনা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার। কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাবেন তিনি। তাঁর কপ্টার নামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে। তারপর গাড়িতে চেপে বিশ্বভারতীতে পৌঁছন অমিত শাহ। সেখানে কিছুক্ষণ কাটিয়ে যাবেন বাংলাদেশ ভবনে।

এদিন তাঁকে বরণ করে নেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহা, বিজেপি সংসদ স্বপন দাশগুপ্ত বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এবং অন্যান্য নেতৃত্বরা।

বিশ্বভারতীতে পৌঁছানোর পর রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান অমিত শাহ। কবিগুরুর উপাসনা গৃহ ঘুরে দেখেন। সঙ্গীত ভবনে বিশেষ অনুষ্ঠান উপভোগ করেন তিনি। সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাথে আলাপচারিতা এবং সেখানে পড়ুয়াদের পারফরম্যান্স দেখেন। বাউল গান শুনবেন। এছাড়াও উপাসনা গৃহে একান্তে বেশ কিছুটা সময় কাটান।

তারপরে বাংলাদেশ ভবনে যাবেন। সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করবেন। তারপর শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী।