Sunday, May 19, 2024
Latestদেশ

কাশ্মীর ইস্যুতে কংগ্রেস আর পাকিস্তান এক সুরে কথা বলে: অমিত শাহ

মুম্বাই: মহারাষ্ট্রের সোলাপুর ও সাংলিতে নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও এনসিপি প্রধান শরদ পাওয়ারকে এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস ও এনসিপি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এবং তোষণের জন্য ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ।

অমিত শাহ বলেন, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে গোটা বিশ্ব যখন বলছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তখন আপনারা তার বিরোধিতা করছেন কেন? কারণ আপনারা ভোটব্যাঙ্কের, তোষণের রাজনীতিতে বিশ্বাস করেন। আমি রাহুল গান্ধী এবং শরদ পাওয়ারজিকে প্রশ্ন করতে চাই, শরদজি মহারাষ্ট্রের মানুষকে বলুন যে আপনি ৩৭০ ধারা বাতিলের পক্ষে না বিপক্ষে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, কংগ্রেস-এনসিপি জোট ইতিমধ্যেই পরাজিত হয়েছে এবং মানুষের কাছে মহারাষ্ট্রে বিধানসভা ভোটে বিজেপি-সেনা জোটকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান। শরদ পাওয়ারকে একহাত নিয়ে তিনি জিজ্ঞাসা করেন, পূর্ববর্তী কংগ্রেস-এনসিপি জোটের আমলে রাজ্যের মানুষদের উন্নতির জন্য তাঁরা কী কী করেছেন?


অমিত শাহ বলেন, মোদীজি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল করে সংসদে ঐতিহাসিক কাজ করেছেন। সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন পূরণ করেছেন। গোটা দুনিয়ার কাছে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপির কাছে দেশের স্বার্থই প্রথম। এ ব্যাপারে জাতীয় স্বার্থের ব্যাপারে তাঁর দলের সঙ্গে কংগ্রেসের বিস্তর তফাৎ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাহুল গান্ধী বলেছিলেন, ৩৭০ বাতিলের ফলে কাশ্মীরে রক্তগঙ্গা বয়ে যাবে, কিন্তু একটা বুলেটেও ছুঁড়তে হয়নি। অমিত শাহ আরও বলেন, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। আমরা তখন বিরোধী আসনে ছিলাম, কিন্তু আমাদের কাছে সবার আগে দেশ।