অশ্লীলতার অভিযোগে ব্যান হতে পারে বিগ বস ১৩, কেন্দ্রের কাছে নিষিদ্ধের দাবি বিজেপি বিধায়কের
লখনউ: রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানালেন উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। তাঁর অভিযোগ, এই শো অশ্লীলতা ছড়াচ্ছে এবং ভারতের সামাজিক নৈতিকতায় আঘাত করছে। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, ‘বিগ বস ১৩’-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ওই চিঠিতে বলা হয়েছে, শো-তে নগ্নতা বা যৌনতা না থাকলেও এমন কিছু কথাবার্তা প্রতিযোগীরা নিজেদের মধ্যে বলে থাকেন যা অনেকাংশেই ১৮ বছরের কম বয়সীদের পক্ষে উপযুক্ত নয়। আবার পরিবারের বড়দের সঙ্গে বসেও এই অনুষ্ঠানটি সব সময় দেখা যায় না।
ওই চিঠিতে আরও বলা হয়েছে, টিআরপির লোভে নির্মাতার সবকিছুই ভুলতে বসেছেন। যে কোনও বাড়িতেই ছোট থেকে বড় সকলে একসঙ্গে বসে টিভি দেখেন। ‘বেড ফ্রেন্ড ফরএভার’ বলে তাঁরা যে পর্বের সম্প্রচার করছেন তা অত্যন্ত আপত্তিকর। এর থেকে সমাজে ভুল বার্তা যাচ্ছে। সবরকম নৈতিকতার ঊর্ধ্বে এই শো। তাই অবিলম্বে বন্ধ করা হোক সলমন খানের বিগ বস ১৩।
ট্রেড বডির সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল এ প্রসঙ্গে বলেছেন, বিগ বস শোয়ের প্রত্যেকটি এপিসোড সেন্সর বোর্ডের খুঁটিয়ে দেখা উচিৎ। ওখানে যা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। বাড়ির সকলের সঙ্গে বসে এই শো দেখা যায় না।