Monday, May 20, 2024
দেশ

কুম্ভ মেলার আগেই এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ, সিদ্ধান্ত যোগী সরকারের

এলাহাবাদ: আগামী বছরের ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া কুম্ভ মেলার আগেই এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এলাহাবাদ সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এলাহাবাদের নাম হয়ে যাবে প্রয়াগরাজ। আদিত্যনাথ জানান, এলাহাবাদের নাম পরিবর্তন করার জন্য আকাড়া পরিষদ সহ একাধিক সংগঠন প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব পর্যালোচনার পরেই নাম বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এ ব্যাপারে উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েকের কাছে প্রস্তাব পেশ করেছেন। রাজ্যপাল রাম নায়কও এই নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন বলে খবর।

সূত্রের খবর, মেলার সব ব্যানারে এলাহাবাদের বদলে ব্যবহার করা হবে প্রয়াগরাজ নাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশাল করে এই কুম্ভ মেলা সংগঠিত করতে চান তাঁরা। এই প্রথম কুম্ভের নিজস্ব লোগো তৈরি হচ্ছে। ১৯২টি দেশ থেকে লাখো লাখো ভক্তরা এসে এই মেলায় যোগ দেবেন।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই একের পর এক জায়গার নাম পরিবর্তনের কর্মসূচি শুরু হয়েছে। এর আগে মোঘলসরাই স্টেশনের নাম বদলে রাখা হয় আরএসএসের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের নামে।