১৪ জুলাই ‘চন্দ্রযান ৩’ উৎক্ষেপণ, তার আগে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গেছে চন্দ্রযান ৩ মিশনের (Chandrayaan 3)। ১৪ জুলাই দুপুর দুটো ৩৫ মিনিটে চন্দ্রযান ৩-কে নিয়ে মহাকাশে পাড়ি দেবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি LVM3 রকেট। বুধবারই প্রযুক্তিগত যাবতীয় দিক খতিয়ে দেখা সম্পূর্ণ হয়েছে। একপ্রস্থ মহড়াও হয়েছে। ঐতিহাসিক এই মিশনের সাফল্য কামনায় বৃহস্পতিবার তিরুপতির ভেঙ্কটাচালাপথি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।
ইসরোর তরফে বলা হয়েছে, “চন্দ্রযান ৩ উৎক্ষেপণ হবে ১৪ জুলাই। শুক্রবার শ্রীহরিকোটা থেকে দুপুর দুটো ৩৫ মিনিট নাগাদ। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।”
#WATCH | “This is Chandrayaan-3 — our mission to the moon…We have a launch tomorrow,” says the team of ISRO scientists after offering prayers at Tirupati Venkatachalapathy Temple in Andhra Pradesh. pic.twitter.com/xkQb1SuX4V
— ANI (@ANI) July 13, 2023
আরেকটি টুইটে ইসরোর তরফে জানানো হয়, ‘প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। উৎক্ষেপণের জন্য মহড়াও দিয়েছে বিজ্ঞানীরা। ইতিমধ্যে LVM3 রকেটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চন্দ্রযান ৩-কে।’