Friday, March 29, 2024
দেশ

যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশে ১০,০০০ এরও বেশি এনকাউন্টার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার দাবি করেছে, রাজ্যে গত ৬ বছরে ১০,০০০ টিরও বেশি এনকাউন্টার হয়েছে। যাতে ৬৩ জন অপরাধী নিহত হয়েছে।

রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, এতে একজন পুলিশ কর্মী শহিদ হয়েছেন।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালে সবথেকে বেশি এনকাউন্টার করা হয়েছে। ২০১৭ সালে একবছরেই ৩১৫২টি এনকাউন্টার করা হয়। মিরাটে সবথেকে বেশি এনকাউন্টার হয়েছে। ৬৩ জন অপরাধী নিহত হয়েছে এবং ১৭০৮ জন অপরাধী আহত হয়েছে।

যোগী আমলে একজন পুলিশ সদস্যও শহিদ হন। ৪০১ জন পুলিশ আহত হন। উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে মোট ৫,৯৬৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।