Monday, May 6, 2024
দেশ

‘শরণার্থী ঘোষণা করুক রাষ্ট্রসংঘ’, দাবিতে বিক্ষোভ দেখালো আফগান নাগরিকরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জঙ্গিগোষ্ঠী তালিবানের (Taliban) হাত থেকে বাঁচতে আফগানিস্তান থেকে পালাচ্ছেন আফগান নাগরিকরা (Afghan Refugees)। কিন্তু পালিয়ে কোথায় যাবেন? কোন দেশ আশ্রয় দেবে তাঁদের? প্রায় ২০ বছর পরে ফের আফগানিস্তানে (Afghanistan) তালিবান-রাজ প্রতিষ্ঠিত হওয়ার পরে আফগান নাগরিকদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবেছে। ভবিষ্যতের চিন্তায় চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা।

বাস্তুচ্যুত আফগান নাগরিকদের শরণার্থী ঘোষণা করুক রাষ্ট্রসংঘ (United Nation)। এই দাবিতে সোমবার দিল্লিতে রাষ্ট্রসংঘের হাই কমিশনের (UNHCR office in Delhi) সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতে আশ্রয় নেওয়া আফগান নাগরিকরা। তাঁদের শরণার্থী বলে ঘোষণা অথবা শরণার্থী কার্ডের দাবি জানান। যাতে তৃতীয় কোন দেশে নাগরিকত্ব পেতে পারেন তাঁরা। বিক্ষোভকারীদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। তাদের হাতের বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা ছিল- ‘আমরা ভবিষ্যৎ চাই’, ‘আমাদের শরণার্থী ঘোষণা করুক রাষ্ট্রসংঘ’ প্রভৃতি স্লোগান।

দিল্লিতে রাষ্ট্রসংঘের হাই কমিশনের সামনে আফগান নাগরিকদের বিক্ষোভ

ভারতে আফগানিস্তান কমিউনিটির প্রধান সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, “আমরা এখানে আমাদের তিনটি দাবির জন্য জড়ো হয়েছি। প্রথমত, ভারতে দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করার জন্য শরণার্থী কার্ড। দ্বিতীয়ত, আমাদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা যাতে আমরা অন্য দেশে নাগরিকত্ব পেতে পারি। তৃতীয়ত, ভারত সরকার এবং রাষ্ট্রসংঘের থেকে নিরাপত্তা। আমাদের শিক্ষা লাভ, চাকরি করার মতো কোনও সুযোগ -সুবিধা নেই।”

একজন আফগান শরণার্থী বলেন, তিনি আমেরিকায় পুনর্বাসন চান। তিনি ও তাঁর পরিবার গত সাত বছর ধরে ভারতে বসবাস করছেন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “আমরা আফগানিস্তানে ফিরে যেতে চাই না। কারণ তালিবানরা আমাদের পড়াশোনা করতে দেবে না এবং তারা আমাদের হত্যা করবে।”

উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের ২৪ ঘন্টার মধ্যেই ভারত সরকারের তরফে আফগান শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কয়েক দফায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান আফগান শরণার্থীদের ভারতে নিয়ে এসেছে।

প্রসঙ্গত বলে রাখি, কেন্দ্রের মোদী সরকারের ঘোষণা অনুযায়ী, শুধুমাত্র আফগান অমুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবে। অন্যদিকে, আফগান নাগরিকরা বর্তমান সংকটের পরিপ্রেক্ষিতে ভিসায় ভারতে থাকতে পারবেন। কিন্তু তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।