Thursday, May 9, 2024
দেশ

Aligarh Airport: এবার আলীগড় বিমানবন্দরের নামবদল করছে যোগী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের যোগী সরকারের (Uttar Pradesh Yogi Govt) নামবদলের ধারা অব্যাহত। এবার নবনির্মিত আলীগড় বিমানবন্দরের (Aligarh Airport) নাম বদলে রাখা হতে পারে উত্তরপ্রদেশের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের (Kalyan Singh) নামে। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, অপেক্ষা শুধু মন্ত্রীসভার সবুজ সংকেতের। তারপরেই আলীগড় বিমানবন্দরের বদলে হবে কল্যাণ সিং বিমানবন্দর।

অসুস্থতার কারণে গত ৪ জুলাই কল্যাণ সিংকে দিল্লির সঞ্জয় গাঁধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। ২১ আগস্ট, শনিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জন্মসূত্রে আলীগড়ের বাসিন্দা কল্যাণ সিংয়ের চিতাভস্ম আলীগড়ের মহারাণী অহল্যাবাঈ হোলকার স্টেডিয়ামে নিয়ে আসা হয়। যাতে তাঁর অনুসারীরা তাঁকে শেষবারের মতো দেখতে পান। শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথও। সেখানেই যোগী আদিত্যনাথ বলেন, “কল্যাণ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে আলীগড় বিমানবন্দরের নাম কল্যাণ সিং বিমানবন্দর করা হবে। এই বিষয় নিয়ে খুব শীঘ্রই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

যোগী আদিত্যনাথ আরও বলেন, “কল্যাণজি বহু বছর ধরে আলীগড়ের মানুষের সেবা করেছেন। রাম ভক্ত বলেই পরিচিত ছিলেন। উত্তরপ্রদেশবাসীর কাছে শ্রদ্ধার পাত্র তিনি। ভগবান রামের কাছে প্রার্থনা করি তাঁর স্বপ্ন পূরণ যেন আমরা করতে পারি।”

যোগী বলেন, “১৯৯২ সালে কল্যাণজি পদত্যাগের আগে, তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছিলেন। তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শিক্ষায় বিশ্বাস করতেন। তিনি সত্যিকারের আরএসএস নেতা ছিলেন। বিরোধী দলের নেতাদের থেকে তিনি ভিন্ন ছিলেন। বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদে বসার জন্য রাম মন্দির আন্দোলনের নিন্দা করতেন। অন্যদিকে, কল্যাণজি জনতার নেতা ছিলেন।”

উল্লেখ্য, ১৯৯২ সালের ২৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সময় কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এই ঘটনার পর তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে ২০১৯ সালে বাবরি মসজিদ ধ্বংসের মামলায় তাঁকে আদালতে হাজিরা দিতে হয়। পরে অবশ্য ২০২০ সালে সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে নির্দোষ বলে ঘোষণা করে।