Saturday, May 4, 2024
দেশ

শরিয়ত আইনে বাবার সম্পত্তিতে মেয়েদের পূর্ণ অধিকার নেই, মেয়েদের পুরো সম্পত্তি দিতে ২৯ বছর পর ফের বিয়ে মুসলিম দম্পতির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৯৯৪ সালে শরিয়ত আইন (মুসলিম ব্যক্তিগত আইন) অনুযায়ী বিয়ে করেছিলেন কেরলের মুসলিম দম্পতি সি শুক্কুর ও শিনা। কিন্তু শরিয়ত আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতের মেয়েদের পূর্ণ অধিকার নেই। মেয়েরা বাবার সম্পত্তির দুই-তৃতীয়াংশেরই অধিকারী। দম্পতির উত্তরাধিকারী পুত্র না থাকলে পিতার বাকি সম্পত্তি তার ভাইদের কাছে চলে যাবে।

তবে মেয়েদের সম্পত্তির পুরো ভাগ পাইয়ে দিতে বিয়ের ২৯ বছর পর ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। সি শুক্কুর এবং তার স্ত্রী অধ্যাপক শিনা ৮ মার্চ বিশেষ বিবাহ আইনের (Special Marriage Act) অধীনে বিয়ে করলেন।

এ প্রসঙ্গে শুক্কুর ফেসবুকে লিখেছেন, ‘‘সম্প্রতি দু’বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তারপর থেকেই চিন্তা শুরু হয় মৃত্যুর পর পরিশ্রমে তৈরি করা সম্পত্তি আমার মেয়েরা ভোগ করতে পারবে তো? ওরা পুরোপুরি ভাবে আমার সম্পত্তির ভাগ পাবে তো? শরিয়ত (মুসলিম আইন) অনুযায়ী, মেয়েরা পিতার সম্পত্তির পুরো ভাগ পান না। এই আইনে ইচ্ছাপত্র লিখে যাওয়ারও অনুমতি নেই। তাই ফের বিয়ে করি। ভারতের সংবিধানে ছেলে আর মেয়ের মধ্যে কোনও বিভেদ নেই। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই আমার এই সিদ্ধান্ত।’’

উল্লেখ্য, বর্তমানে দেশে মুসলিম আইন বলবৎ রয়েছে। এটা মুসলিমদের শরিয়ত আইন দ্বারা পরিচালিত হয়। বর্তমানে বিজেপি সরকার দেশজুড়ে এক দেশ এক আইন তথা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা ভাবছে।