Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন নিহত, আহত শতাধিক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার সিদ্দিক বাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) এই বিস্ফোরণ ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে রক্তের প্রয়োজন।

ব্যাংকের মুখপাত্র আবদুর রহিম বলেন, “ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে ৭ তলা বিশিষ্ট ওই বিল্ডিংয়ে। বিস্ফোরণে কাচের টুকরো উড়ে গিয়ে লাগায় বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।”

পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আইএএনএসকে জানিয়েছেন, আহত ব্যক্তিদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণটি সাত তলা ভবনের মধ্যে দিয়ে ফেটে যায়, প্রথম দুটি তলা ভেঙে ফেলার পাশাপাশি ব্যস্ত সড়কের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে ক্ষতিগ্রস্ত করে।

বিল্ডিংটিতে স্যানিটারি পণ্য এবং গৃহস্থালী সামগ্রীর জন্য বেশ কয়েকটি দোকান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।