Sunday, May 19, 2024
রাজ্য​

গরিব কল্যাণ রোজগার অভিযানে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্যে প্রধানমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

কলকাতা: গত শনিবার দেশের ৬ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে ৫০,০০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। শনিবার বিহারের খাগাড়িয়ার তেলিহার গ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গরিব কল্যাণ রোজগার অভিযানের মাধ্যমে দেশের ৬ রাজ্যের ১১৬ জেলার পরিযায়ী শ্রমিকদের ১২৫ দিনের কাজের ব্যবস্থা করা হবে। দেশের মধ্যে যে ৬টি রাজ্য এই গরিব কল্যাণ প্রকল্পের আওতায় পড়েছে– বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা। তবে তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম।

এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, আপনি ইতিমধ্যেই যে গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করেছেন। পশ্চিমবঙ্গকেও গরিব কল্যাণ রোজগার অভিযানের অন্তর্ভুক্ত করা হোক।

অধীর চৌধুরী চিঠিতে লিখেছেন, লকডাউনের ফলে পশ্চিমবঙ্গেও লক্ষাধিক পরিযায়ী কর্মী কাজ হারিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন এবং তাঁরা এখন বেকার, অসহায় ও নিরাশ অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রীকে চিঠিতে তিনি জানান, পশ্চিমবঙ্গও ভারতের অন্যতম প্রধান রাজ্য যেখানে বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিক বাস করেন। তবে আমি অবাক হয়েছি এটা দেখে যে, পশ্চিমবঙ্গের একটি জেলাকেও গরিব কল্যাণ রোজগার অভিযানে অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রধানমন্ত্রীর কাছে অধীর চৌধুরী আবেদন জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন সেই জেলাগুলিকেও গরিব কল্যাণ রোজগার অভিযানের অন্তর্ভুক্ত করা হোক।