Thursday, June 19, 2025
Latestরাজ্য​

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব আসনে প্রার্থী দিল ABVP

কলকাতা: গত কয়েকমাস ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রভাব বাড়ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সমস্ত আসনে প্রার্থী দিল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। এর আগে গত বছরে অনেক চেষ্টা করেও কোনও আসনে প্রার্থী দিতে পারেনি তাঁরা।

অন্যদিকে, আলাদা আলাদা ভাবে নির্বাচনে লড়ছে ৫টি বাম ছাত্র সংগঠন। তবে এবিভিপির বিরুদ্ধে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) মতো বাম ঐক্য দেখা গেল না যাদবপুরে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগের সব ক’টি পদেই প্রার্থী দিয়েছে এবিভিপি। শুধু তাই নয়, ১৫০টি ক্লাস প্রতিনিধি পদেও প্রার্থী দিয়েছে এবিভিপি।

আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি প্রার্থী দেওয়ায় রীতিমতো বেশ খুশি গেরুয়া শিবিরের নেতারা।

প্রসঙ্গত, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে উদ্ধার করতে ক্যাম্পাসে যেতে হয়েছিল আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়কে।