Sunday, June 22, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানে হিন্দুদের দুরাবস্থা নিয়ে সরব হল আমেরিকা

নিউ ইয়র্ক: পাকিস্তানের হিন্দু-সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়দের মেয়েদের অপহরণ, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তরকরণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার গর্জে উঠল আমেরিকা। একই সঙ্গে চিন সব ধর্মের মানুষের সঙ্গে যেমন আচরণ করে, তা নিয়েও নিন্দায় সরব হয় আমেরিকা।

এদিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা জোটবন্ধনের শুরু করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পে। সারা বিশ্বে যেখানেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই সংগঠন।

মার্কিন বিদেশসচিব মাইক পম্পে পাকিস্তানে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের কড়া নিন্দা করেন। পাশাপাশি, তিনি ইরাকে ইয়াজদির বিরুদ্ধে, মায়ানমারে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচারেরও কড়া ভাষায় নিন্দা করেন।

একই সঙ্গে ব্লাসফেমি অর্থাৎ ধর্মনিন্দা সম্পর্কিত আইনের বিরুদ্ধেও সরব হন পম্পে। উল্লেখ্য, পাকিস্তানে প্রায়ই ব্লাসফেমি আইনের আওতায় হিন্দু, শিখ, খ্রিষ্টানদের দোষী সাব্যস্ত করা হয়। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানে হিন্দুদের দুরবস্থা নিয়ে সরব হয়েছিলেন মাইক পম্পে।