Saturday, May 18, 2024
দেশ

দিল্লিতে অভিষেকের বাড়িতে হামলা

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা করা হল। একদল দুষ্কৃতী অভিষেকের বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। বাসভবনের বাইরের দেওয়ালে, নেমপ্লেটেও কালি লেপে দেয় তারা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা চালানোর সময় বিক্ষোভকারী হিন্দিতে স্লোগান দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার লজ্জা হওয়া উচিত। পাশাপাশি, তাণ্ডব চালানো হয় চাণক্যপুরীর বঙ্গভবনেও।

খবর পেয়ে এদিন রাতেই বঙ্গভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের। জানা গিয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টায় প্রথমে বঙ্গভবনে হামলা করা হয়। বঙ্গভবনের বাইরের দেওয়ালে কালো কালি লেপে, তৃণমূল বিরোধী স্লোগান তুলে বিক্ষোভকারীরা যায় অভিষেকের দিল্লির বাড়িতে। সেখানেও বাড়ির নেমপ্লেট-সহ বাইরের পাঁচিলে কালো রং লেপে দেয়। দু’টি জায়গাতেই বিক্ষোভ প্রদর্শনকারীরা ইটবৃষ্টি করে।

এই ঘটনা সম্পর্কে বঙ্গ বিজেপি নেতৃত্বের মন্তব্য, ডায়মন্ড হারবারের ঘটনার প্রতিফলন ঘটেছে দিল্লিতে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, যা ঘটেছে নাড্ডাজির কনভয়ে, এটা তারই প্রতিফলন। উল্লেখ্য, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।