ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, ভারতীয় সেনার প্রত্যাঘাতে খতম ৫ পাক সেনা
শ্রীনগর: ফের বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা (Pakistani soldiers)। পাল্টা কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ভারতীয় সেনার পাল্টা জবাবে নিহত হয়েছে পাঁচ পাকিস্তানি সেনা। জখম হয়েছে আরও তিনজন। দু’পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা ধরে সংঘর্ষ চলে বলে খবর। এদিকে পাকিস্তানের তরফে দুই পাক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। মানকোট সেক্টরের অসামরিক সেনাছাউনি লক্ষ্য করে গুলি ও শেল ছোঁড়ে পাক সেনা। পাক সেনার হামলায় ভারতের বেশ কিছু অসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
পাক সেনার হামলার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। তাতে করে সামীন্তের ওপারে থাকা পাঁচ পাক সেনার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে আরও তিন পাক সেনা। এছাড়া পাক সীমান্তের বেশ কয়েকটি ব্যাংকারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম নয়, পাকিস্তানি সেনা প্রায়শই বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাছাউনি লক্ষ্য টার্গেট করে গোলাবর্ষণ করে। এদিন তাই পাকিস্তানকে সবক শেখাতে কড়া প্রত্যাঘাত করল ভারত।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

