Saturday, May 18, 2024
রাজ্য​

অভিষেক ২ বছর বয়স থেকে রাজনীতি করে: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার শেষ হলো অভিষেক বন্দোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি।‌ আর এদিন অভিষেককে (Abhishek Banerjee) বিশেষ উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘দু’বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত অভিষেক। কিভাবে? তারই প্রমাণস্বরূপ একটি ছবি দেখান মমতা। সেই ছবিটি অভিষেকের হাতে তুলে দেন তিনি। সেই ছবিতে দেখা যায়, মমতার মায়ের কোলে বসে রয়েছেন অভিষেক। উল্টো দিকে বসে আছেন মাথায় ব্যান্ডেজ পরা মমতা।

আসলে বিরোধীদের অনেকেই অভিষেককে গুরুত্ব দিতে চাননা রাজনীতিতে। তাদের দাবি, অভিষেক রাজনীতিতে অনভিজ্ঞ। মমতার জোরেই সাংসদ তারপরে দলের সেকেন্ড ইন কমান্ড হয়েছেন অভিষেক। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘তৃণমূলের পরিবারতন্ত্র নিয়ে কথা বলা হয়। আমি আজকে অভিষেককে একটা ছোট্ট ইতিহাসের সরণি থেকে ছবি উপহার দেবো। কেন দেবে? অনেকে বলে, দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে। এই তো পরিবারতন্ত্র, এই তো সব। কিন্তু অনেকেই জানেন না অভিষেক রাজনীতি করে ২ বছর বয়স থেকে।’

মমতা আরও বলেন, ‘১৯৯০ সালে সিপিএম যখন আমায় মেরেছিল হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরলে মা আমার কাছে সবটা জানতে চায়। আমি তখন দেখি অভিষেক মায়ের কোলে বসে ঘটনা শুনছে। তার পর থেকে ওকে দেখতাম একটা ঝান্ডা নিয়ে বলত, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব চাই, জবাব দাও। আমি এই ছবিটা ওকে উপহার দিতে চাই। যেটা আগামীদিন ওর সংরক্ষণের তালিকায় থাকবে। একদিকে আমার মায়ের ছবি আছে, আরেকদিকে আমার ছবি আছে। আরেকদিকে ওর ২ বছরের ছবিটা আছে। তাতে আপনারা বুঝতে পারবেন, ও আজ থেকে রাজনীতি করে না। ২ বছর বয়স থেকে করে।’