Saturday, April 27, 2024
দেশ

বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে এগিয়ে থাকবে আম আদমি পার্টি, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022)। কোন দল জিতবে কৃষক আন্দোলনের অন্যতম উৎসস্থল এই রাজ্যে? এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা বলছে, বিধানসভা ভোটে পাঞ্জাবে এবার আম আদমি পার্টি এগিয়ে থাকবে। তবে অন্যদের চেয়ে বেশি আসন পেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা পাবে আপ।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা বলছে, ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টি পেতে পারে ৫২ থেকে ৫৮টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৩৭ থেকে ৪৩টি আসন। শিরোমণি অকালি দল পেতে পারে ১৭ থেকে ২৩টি আসন। বিজেপি ১ থেকে ৩টি আসন পেতে পারে।

অন্তর্দ্বন্দ্বের জেরে কংগ্রেস ছেড়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ (Amrinder Singh)। বিধানসভা ভোটেরর আগে আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে জোট করেছে তাঁর দল ছেন পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress)।

এদিকে, বর্ষীয়ান নেতা অমরিন্দরের দল ছাড়ার পর কংগ্রেস নভজ্যোৎ সিংহ সিধু ওপর ভরসা রেখেছে। তাঁকে দলের প্রদেশ সভাপতি করা হয়েছে। এখন দেখার বিষয় কোন দল শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে।