Saturday, April 20, 2024
দেশ

উত্তরাখণ্ডে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন শুরু হবে। ১০ মার্চ ফলাফল ঘোষণা হবে। কোন রাজ্যে কোন দল জিতবে তা নিয়ে সমীক্ষা করেছিল টাইমস নাউ। সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরাখন্ডে জয়লাভ করতে চলেছে বিজেপি।

টাইমস নাউয়ের সমীক্ষা অনুযায়ী, উত্তরাখন্ডে ভারতীয় জনতা পার্টি ৪৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সমীক্ষা বলেছে, রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে সবথেকে পছন্দের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে।

টাইমস নাউয়ের সমীক্ষা বলেছে, ৭০ আসনের উত্তরাখন্ড বিধানসভায় কংগ্রেস পেতে পারে ১৪টি আসন। অন্যদিকে, অরবিন্দ কেজরিওলের আম আদমি পার্টি পেতে পারে ৭টি আসন।

১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশ জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে বিধানসভা নির্বাচন। এক সমীক্ষায় দেখা গেছে, ৩১ শতাংশ দেশবাসী এই পরিস্থিতিতে নির্বাচন চাইছেন না।

করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে এর মধ্যে নির্বাচন নিয়ে জনমত সমীক্ষা চালায় ডিজিটাল কমিউনিটিনির্ভর একটি প্ল্যাটফর্ম। সেখানে নির্বাচনের বিপক্ষে ৩১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। ৪১ শতাংশ মানুষ চাইছেন সব ধরনের রাজনৈতিক প্রচারণা ও জনসভা বন্ধ হোক। ২৪ শতাংশ চাইছেন জনসভা বন্ধ থাক, তবে নির্বাচন হোক। ৪ শতাংশ বলছেন নির্বাচন করোনা সংক্রমণের ওপর কোনও প্রভাব ফেলবে না।