Thursday, April 18, 2024
দেশ

আরও দ্রুত গতির ইন্টারনেট আনতে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ৭৫ স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোটা দেশে ইন্টারনেট পরিষেবা আরো শক্তিশালী করে তুলতে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ৭৫টি উপগ্রহ মহাকাশে পাঠাবে ভারত। এই স্যাটেলাইটগুলি ভারতে তৈরি। ৭৫টি উপগ্রহই বানিয়েছে অন্তত এক হাজার ভারতীয় ছাত্রছাত্রী।

চণ্ডীগড় ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-কানপুর, আইআইটি বোম্বে এবং অন্যান্য ১১ টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এই স্যাটেলাইটগুলি তৈরি করেছে। এই স্যাটেলাইটগুলি মহাকাশে ইন্টারনেট অফ থিংসের (IoT) জন্য ডিজাইন করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) তাঁর বক্তৃতার সময় এই মহাকাশ মিশনের কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ভারতীয় ছাত্রদের দ্বারা তৈরি ৭৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। ২০২০ সাল থেকে এই প্রকল্পের কাজ চলছে।

এই অভিযানের লক্ষ্য হল- মহাকাশ থেকে দেশের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং তার মাধ্যমে ইন্টারনেটের সব রকমের সুযোগসুবিধা (ইন্টারনেট অব থিংস অথবা আইওটি) দুর্গম, প্রত্যন্ত এলাকাগুলিতেও নিরবচ্ছিন্ন ভাবে পৌঁছে দেওয়া। ইন্ডিয়ান টেকনোলজি কংগ্রেস অ্যাসোসিয়েশন (আইটিসিএ) এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) যৌথ ভাবে অভিযানটি পরিচালনা করছে।