Thursday, May 2, 2024
দেশ

কেন্দ্রীয় বাহিনী নামাতেই উধাও অশান্তি, হনুমান জয়ন্তীতে দেশের কোথাও কোনও অশান্তির খবর নেই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীতে পশ্চিমবঙ্গ, গুজরাট, বিহার, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে হনুমান জয়ন্তী উপলক্ষে নড়েচড়ে বসে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশনা দেওয়া হয়। তাতে বলা হয়, যারা অশান্তি পাকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা উপলক্ষে।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের কোথাও কোন অশান্তির খবর পাওয়া যায়নি। নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকার ফলেই এই সফলতা বলে মনে করা হচ্ছে!

উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের হুগলি, হাওড়ায় ব্যাপক অশান্তি ছড়ায়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন।