Saturday, April 20, 2024
দেশ

পর্যটকদের জন্য সুখবর, নেপালে চালু হলো UPI, গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহার করতে পারবেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পর্যটকদের জন্য সুখবর। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করলো নেপাল সরকার। খুব শীঘ্রই নেপালে চালু হতে চলেছে UPI পেমেন্ট সিস্টেম। এর ফলে নেপালে (Nepal) ভারতীয় পর্যটকরা গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

জানা গেছে, ভারত (India) ও নেপালের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। যাতে বলা হয়েছে, নেপালেও ভারতীয়রা ইউপিআই ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

ভারত এবং নেপালের অর্থমন্ত্রকের আধিকারিকরা দু’দেশের এই ডিজিটাল পেমেন্টের বিষয়টি চূড়ান্ত করেছেন। উভয় দেশের নাগরিকরা একে অপরের দেশে অর্থ লেনদেন করতে পারবেন। নেপালের যে কোনো নাগরিক ভারতের যেকোনো ব্যাঙ্কের QR কোড স্ক্যান করে লেনদেন করতে পারবেন। নেপালেও ভারতীয় নাগরিকরা একই সুবিধা পাবেন। দুই দেশই এই প্রকল্পের সমান সুবিধা পাবে। এর মাধ্যমে উভয় দেশে পর্যটনের প্রসার ও ব্যবসায়িক লেনদেন সহজ হবে।